Home | সারাদেশ | পল্টনে বাসায় ঢুকে আ.লীগ নেতার বাড়িতে গুলি

পল্টনে বাসায় ঢুকে আ.লীগ নেতার বাড়িতে গুলি

রাজধানী পল্টনে এক আওয়ামী নেতার বাড়িতে ঢুকে তার মাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ শারমিন সুলতানাকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে পল্টন থানার শান্তিনগর চামেলীবাগের ৩৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত শারমিন সুলতানা পল্টনের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা আলী রেজা খান রানার মা।শারমিন সুলতানার প্রতিবেশি কাউয়ুম বলেন, ‘সন্ধ্যায় চারজন দুর্বৃত্ত চামেলীবাগের ওই বাড়িতে ঢুকে শারমিনকে তার ছেলে বাসা আছে কিনা জানতে চায়। এ সময় তার ছেলে বাড়ি নেই বলে জানালে শারমিনকে গুলি করে দুর্বৃত্তরা।

শারমিন সুলতানার কোমরে ও পায়ে দুটি গুলি লেগেছে বলেও জানিয়েছেন তিনি।পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিয়া জানান, পূর্ব শত্রুতার জের এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত চলছে।

About admin

Check Also

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী ইউপি সচিবকে লাঞ্ছনার অভিযোগ

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শরীয়তপুরে ইউনিয়ন পরিষদের নারী সচিবকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় …