Home | বাংলাদেশ | চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা : প্রধান সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব

চাঞ্চল্যকর এমপি লিটন হত্যা : প্রধান সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রধান সন্দেহভাজন আশরাফুল ও তার সহযোগী জহিরুলকে আটক করেছে র‌্যাব।বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার রাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বাড্ডা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করে।
আটক আশরাফুল সুন্দরগঞ্জ থানা জামায়াতের আমির ইউনুসের ছেলে এতে দাবি করা হয়।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি লিটনের মৃত্যু হয়।
এ ঘটনায় তার ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হত্যাকারীদের গ্রেপ্তারে প্রশাসনের অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক আটক হয়েছে। এর মধ্যে ৮ জনকে রিমান্ডে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

Comments

comments