Home / বিনোদন / বিয়ের দিন কেন অঝোরে কেঁদেছিলেন যুবরাজ?

বিয়ের দিন কেন অঝোরে কেঁদেছিলেন যুবরাজ?

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন যুবরাজ সিংহ। বলিউড মডেল তথা নায়িকা হেজেল কিচের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। কিন্তু নিজের বিয়েতে অঝোরে কেঁদেছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু কেন?

গত ৩০ নভেম্বর বিয়ে করেন যুবরাজ সিংহ।

চণ্ডীগড় থেকে ৪০ কিলোমিটার দূরে দফেড়া সাবেহ গুরুদ্বারে প্রথমে শিখ রীতি মেনে বিয়ে হয় যুবরাজের। গুরুদ্বারে বিয়ের পর গোয়ার সমুদ্রকে সাক্ষী রেখে ভাগাতোর বিচে এক বিলাসবহুল অনুষ্ঠানে হিন্দু ধর্মমতে বিয়ে হয় তাদের। সেখানে বিয়ে হওয়ার পর অতিথিদের সামনে মাইক হাতে তুলে নেন যুবি।

উপস্থিত সকলের সঙ্গে শেয়ার করেন তার জীবনের এক বিশেষ নারীর কথা। তিনি আজ যা হয়েছেন সবই নাকি তার জন্য। ক্যানসারে আক্রান্ত হয়ে জীবনের যে অন্ধকার সময় কাটিয়েছেন সে সময়ও সেই নারীই ছিলেন যুবরাজের একমাত্র ভরসা। তিনি যুবির মা শবনম সিংহ। আর মায়ের কথা বলতে গিয়েই আবেগ ধরে রাখতে পারেননি। তাই সকলের সামনে কেঁদে ফেলেন যুবরাজ। অনুষ্ঠানে তখন যুবির মাও ছিলেন।

যুবরাজের বিয়েতে শচীন টেন্ডুলকার, এম এস ধোনি, বিরাট কোহলি-আনুশকা শর্মা, রোহিত শর্মা, অঙ্গদ বেদির মতো তারকারা উপস্থিত ছিলেন। সকলের সামনে ভেঙে পড়েন সদ্য বিবাহিত যুবি।

Facebook Comments

Leave a Reply

Copy Protected by Chetan's WP-Copyprotect.