Home | বিনোদন | ওমরা হজে গেছেন নিলয়-শখ

ওমরা হজে গেছেন নিলয়-শখ

তারকা দম্পতি নিলয়-শখ ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। তাদের সঙ্গে রয়েছেন নিলয়ের বাবা-মা। বর্তমানে নিলয়-শখ মদিনার কাছাকাছি রয়েছেন।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন নিলয়ের ঘনিষ্ঠ বন্ধু শেখ আমিনুল হক ইমন। তিনি বলেন, ‘নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা এবং শখকে নিয়ে গত ৩১ ডিসেম্বর সকালের ফ্লাইটে ওমরা হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখানে তারা নিরাপদে পৌঁছেছেন এবং সুস্থ আছেন।’

About admin

Check Also

মনে হচ্ছে আজকেই আমার ‘শেষদিন’

প্রয়াত নায়ক সালমান শাহ’র মৃত্যু নিয়ে যেন আলোচনা থামছেই না। আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন …