Home | শিক্ষা | ছাগলের আম খাওয়ার ছবি অঙ্কনকারী বরখাস্ত

ছাগলের আম খাওয়ার ছবি অঙ্কনকারী বরখাস্ত

পাঠ্য পুস্তকে ভুলের ঘটনায় এবার একজন আর্টিস্ট কাম ডিজাইনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রথম শ্রেণির বাংলা বইয়ে ‘অ’-তে ‘অজ’ শব্দটির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দেওয়া হয়। অপ্রচলিত এ শব্দটির অর্থ ছাগল। বইটিতে একটি ছবি আঁকা হয়, যেখানে একটি ছাগল দুই পা তুলে গাছ থেকে আম খাচ্ছে। এই ছবির সাথে লেখা হয়, অজ (ছাগল) আসে, আম খাই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন- ছাগল কি গাছে উঠে আম খেতে পারে।

সমালোচনার মুখে ছাগলের আম খাওয়ার ছবি যিনি এঁকেছিলেন তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তদন্তের ভিত্তিতে আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদীনকে সাময়িক বরখাস্ত করেছে এনসিটিবি।’
এর আগে, নতুন পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়।

About admin

Check Also

ক্ষতির মুখে পিইসি ও জেএসসি পরীক্ষার্থীরা

বন্যার কারণে দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। …