Breaking News
Home / রাজনীতি / প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। তার ভাষণ বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও সম্প্রচার করবে।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে। ওই বছর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে তুলে ধরবেন।
Facebook Comments