‘মৃত্যুর আগে মেসিকে জড়িয়ে ধরতে চাই’

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

লিওনেল মেসিকে একবার প্রশ্ন করা হয়েছিল, ‘শৈশবের স্কুলের হেড মাস্টারকে মনে আছে?’ জবাবে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছিলেন, ‘মনিকা দামিনা’। এত বড় ফুটবল সুপারস্টার তার কথা মনে রেখেছেন জানার পর আবেগে আপ্লুত হয়েছিলেন সেই শিক্ষক।
তার সেই প্রিয় ছাত্র এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে। ফাইনালের সেই মহারণের আগে মেসির উদ্দেশে খোলা চিঠি লিখেছেন বর্ষীয়ান সেই শিক্ষক।
মেসি পড়ালেখা শুরু করেছিলেন জন্মস্থান আর্জেন্টিনার ছোট্ট শহর রোসারিওর এক স্কুলে। ‘লাস হেরাস এলেমেন্তারি স্কুল’ নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন কর্মরত ছিলেন মনিকা। মেসিকে পড়া-লেখা শিখিয়েছেন তিনি। সেই মেসি যে বিশ্ব ফুটবলের এত বড় তারকা হয়ে উঠবেন, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।

‘সুপার দেপোর্তিভো রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনিকা বলেছিলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি মেসিকে পড়া ও লেখা শিখিয়েছি। ‘

জীবনে আরেকবার মেসিকে দেখতে চাওয়ার আকুতি জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমি সত্যিই তাকে দেখতে চাই এবং তার উদ্দেশে একটি চিঠি পাঠাতে চাই। আশা করি সে চিঠিটি হাতে পাবে। ‘

মনিকা বর্তমান বার্ধ্যকজনিত কারণে অসুস্থ। তাছাড়া মেসি তার হাতের নাগালের অনেক বাইরে। তবে মেসির কাছের আত্মীয়স্বজনদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে মনিকার। কিন্তু মেসিকে বিরক্ত করতে চান না তিনি, ‘মেসি যখন রোসারিওতে আসে, তখন তার এক আত্মীয় আমাকে ফোন করে জানায় এবং আমি তাকে দেখতে চাই কিনা, তা জানতে চায়। কিন্তু আমি এতে অস্বস্তি বোধ করতাম। কিন্তু এখন যদি সে আসে আমি তাকে দেখতে যাব এবং আশা করি সে দরজা খুলে আমাকে বরণ করে নেবে। আমি চাই, তার শৈশবে আমার ভূমিকার জন্য সে ধন্যবাদ দেবে। আমার গলা ধরে আসছে…। ‘

এবার মেসির উদ্দেশে খোলা চিঠি লিখেছেন মনিকা। তার স্বপ্ন, মেসি বিশ্বকাপ জিতে ফিরবেন এবং এরপর মেসিকে জড়িয়ে ধরবেন তিনি।

মেসির উদ্দেশে মনিকার লেখা খোলা চিঠিতে যা রয়েছে: ‘মেসি, তোমার শিক্ষক হতে পারায় আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকেও ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। কখনো বদলে যেও না। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ এবং সাথী। তোমার জীবনের অংশ হতে পেরে গর্ববোধ করছি। ‘

মনিকা আরও লিখেছেন, ‘আমার চাহিদার জন্য দুঃখিত। এত বিপর্যয়ের মাঝে আমাদের এত সুখ এনে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, কারণ তুমি জানতে কীভাবে এই দলটাকে আজকের অবস্থানে নিতে হবে। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটা দেখে ভালো লাগছে। সকল অর্জনের জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার শিক্ষক, এটা আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা। আমরা তোমাকে ভালোবাসি। ‘

আগামীকাল রোববার লুসাইল স্টেডিয়ামে হবে ২০২২ বিশ্বকাপের ফাইনাল; যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

Check Also

নাসির-তামিমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন রাকিব

ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় বাদী তাম্মির সাবেক …

One comment

  1. পান্না মোল্লা

    🌷🌷🌷🌹🌹🌹🌹🌷
    Congratulations
    ** Dear Mesi**
    🌷🌷🌷🌹🌹🌹🌹🌷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *