কী পেলাম কী পেলাম না এটা তো মনের ব্যাপার: প্রধানমন্ত্রী

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ভারত সফরে প্রাপ্তির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মনে হয় না আমি শূন্য হাতে ফিরেছি। বাংলাদেশের চারদিকে ভারত। বন্ধুপ্রতিম দেশ থেকে ব্যবসা বাণিজ্য কৃষি, যোগাযোগ, সব বিষয়ে সহযোগিতা, পাইপলাইনে করে তেল নিয়ে আসছি। ভারত এই লাইন করে দিচ্ছে।’

বুধবার গণভবনে করা সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের ‘ভারত সফর থেকে কী পেলাম’- প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশ্নটি আপেক্ষিত, এই প্রশ্নের জবাব নির্ভর করছে আপনি কীভাবে দেখছেন।’

ভারত সফরে নানা চুক্তি, আলোচনা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এ রকম যদি হিসাব করেন, মনে হয় না একবারে শূন্য হাতে এসেছি বলতে পাবেন না। তা ছাড়া কী পেলাম কী পেলাম না এটা তো মনের ব্যাপার।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এত কাজ করার পর বিএনপি বলে কিছুই করিনি। এখানে বলার কিছু নেই। এটা মানুষের বিশ্বাসের ব্যাপার, আত্মবিশ্বাসের ব্যাপার।’

ভারত থেকে কম দামে তেল আনতে দেশটির কোম্পানিকে তালিকাভুক্ত করার কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, এতে চট্টগ্রাম বন্দর থেকে বাঘাবাড়ি হয়ে উত্তরবঙ্গে তেল পাঠাতে হবে না। সরাসরি ভারত থেকে সেখানে তেল গেলে উত্তরবঙ্গের অর্থনীতি আরও বেগবান হবে।
গত ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করেন প্রধানমন্ত্রী। সফরে দেশটির সঙ্গে সাতটি সমঝোতা সই হয়।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *