Breaking News

ফ্ল্যাট ভাড়া করে ইয়াবা কারবার করেন এই বিশ্ববিদ্যালয় ছাত্রী

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাজধানীর আদাবর এলাকা থেকে দুই হাজার ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার বিশ্ববিদ্যালয়ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে পড়াশোনার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে গড়ে উঠেছিল তার মাদক কারবারের চক্র।

ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আয়েশা ছিদ্দিকাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।সোমবার (২০ ফেব্রুয়ারি) আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার আয়েশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শেখেরটেক এলাকা থেকে জারাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, আয়েশা ছিদ্দিকা রুমা ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ঢাকায় ইয়াবা নিয়ে এসে পড়ালেখার আড়ালে ব্যবসা করতেন। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্পমূল্যে ইয়াবা কিনে তা রাজধানীতে বিক্রি করতেন।

দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করতেন আয়েশা। তিনি সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Check Also

মা বিদেশে, মেয়েকে ধ'র্ষণের পর ৯৯৯-এ ফোন বাবার

নিজের ১৩ বছর বয়সী মেয়েকে ধ'র্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *