BPL 2023 লাইভ দেখুন এই লিংকে rtnbd.net/live
গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় একটি জিডি করেছেন আরজে কিবরিয়া। সে বিষয়ে নানা আলোচনা হলে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।
সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে আমি কোনোদিন আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলিনি। বলতেও চাই না, যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না।
আরজে কিবরিয়ার ভাষ্যমতে, আমার শত্রু বলে যদি কেউ থেকে থাকে, সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না। আমি ক্ষমা করতে ভালোবাসি। আমি আমার কাছে সৎ। কারও প্রতি কোনো অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।
কিবরিয়ার পোস্টের নিচে তার পরিচিতজনদের একজন লিখেছেন, মাথা ঠান্ডা রাখেন কিবরিয়া। ধৈর্য রাখুন। আমি জানি আপনি পারবেন।
তার সেই মন্তব্যের জবাবে কিবরিয়া লিখেছেন, আমাকে এবার পারতেই হবে ভাই। অনেক সেক্রিফাইস করেছি। আপনি ছাড়া আর কে বেশি ভালো জানে। জন্মদাতা মাকেও ঢুকতে দিতে পারি না আমার বাসায়। সন্তানকেও তাই বলে সেক্রিফাইস! নোপ। নেভার! আর কতকাল পাবলিক ইমেজের ক্ষতি হবে ভেবে নিজেকে নিজে ধ্বংস করবো। আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ।
বড়লোকের মেয়ে খুব হারামি
Bodmais meyelok
So sad
কপাল পোরা কি আর বলার!!!!