বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে নূর পরশ বলেছেন, মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন। দেশের মানুষ শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতায় দেখতে চান বলেও জানান তিনি।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। পরশ আরও বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি দরকার একতা। আমাদের ঐক্যবদ্ধ ও ধৈর্য্যশীল থাকতে হবে। কারণ, বিএনপি-জামায়াত পায়ে পাড়া দিয়েও ঝগড়া বিবাদ করতে চাইবে। তারা বিভিন্ন রকম উসকানি দেয়ার চেষ্টা করবে। সুতরাং, আমাদের মাথা খাটিয়ে বুদ্ধিদীপ্ত রাজনীতি করতে হবে। তারা বহির্বিশ্বে দেখাতে চাইবে, আমরা অত্যাচারী, কর্তৃত্ববাদী। আমাদের দোষ হচ্ছে, বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ তিন-তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে।
তিনি আরও বলেন, তিনবার ক্ষমতায় থাকা পশ্চিমারাও পছন্দ করে না। দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকলে পশ্চিমাদের মধ্যে অস্থিরতা কাজ করে। মানুষের উন্নয়নের জন্য দরকার হলে বঙ্গবন্ধু কন্যা আজীবন ক্ষমতায় থাকবে। এর কোনো বিকল্প নেই। এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার জন্য। আরেকবার যেন শেখ হাসিনা ক্ষমতায় আসে তা সাধারণ মানুষ চায়।
শান্তি সমাবেশে বিএনপিকে কালসাপ উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, এদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। বিএনপি যতদিন রাজনীতিতে থাকবে, ততদিন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও জানান তিনি। সমাবেশে যুবলীগ নেতারা বলেন, বিএনপি-জামায়াতের কর্মসূচি মানেই জ্বালাও-পোড়াও আর অগ্নি সন্ত্রাস। তারা সমাবেশ ঘোষণা করলেই জনগণ আতঙ্কে থাকে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ঠেকাতে রাজপথে থাকবে যুবলীগ।
Congratulations
জি আপনারা যা ভালো মনে করেন তাই করেন স্যার। আমাদের মতামত দরকার নাই।
ভোট চোরি করে আর হবে না
বঙ্গবন্ধু কে কবর থেকে নিয়ে আসলে আরও বেশি ভালো হতো
প্রয়োজন হলে মরার পর তাহার লাশ ফেরাউন এর মত মমি করে রাখা হবে🥱🥱🥱
দেশটা হেতের বাপের।
জ্বি
হিরো আলম আইলো
টিক আছে, দেশ তো হাসিনার বাবার টাকায় কেনা।আমরা সবাই রোহিঙ্গা।
এতোদিনে না মনের কথা বলেছেন
ছাগল চোরের মতো লাগে।
মনে হয় বাপদাদার আবদার
চুরি করার জন্য
স্যার আপনাকে সম্মান দিয়েই বলছি , এই সমস্ত কথা বলা ঠিক না।
গনপ্রজাতন্ত্রী চীংলাদেশ!!!
লোকটা মনে হয় পাগল হয়ে গেছে
স্বৈরাচারীর আয়ু
পৃথিবীর আয়ুর চেয়ে বেশি হবে না কিন্তু।
Oray batper
Congratulations
সুষ্ঠু ভোট হতে দে তোদের আজীবন ক্ষমতা জনগণ ছুটাবে
পেয়ার নিরবাচনদিনতরপদেকেন
স্বপ্নে পোলাও খেলে, ঘি একটু বেশি দিলেও অসুবিধা নাই ।
Batpar ki koilo eta ?
হাসিনার ডিজিটাল
ভেরেল….
দেশটা তোমার পিতার একান্ত সম্পদ। তুমি চাইলে আজিবন মমতাজ কে রাখতে পার অথবা হিরো আলমকে রাখতে পারো। তবে দেশবাসী মনে করে তোমাদের থেকে হিরো আলম অনেক অনেক যোগ্য।