ফেরাউনের মুখাবয়ব পুনর্গঠন

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে ৩২০০ বছর পর প্রাচীন মিসরের সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় ফারাও রামসেস-এর মুখাবয়ব অঙ্কন করা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া অনুসারে, মিসর এবং ইংল্যান্ডের বিজ্ঞানীদের সহযোগিতায় একটি ৩ডি মডেল ব্যবহার করে ফেরাউনের মুখটি পুনর্গঠন করা হয়।বিজ্ঞানীরা ফেরাউনের বয়স প্রায় অর্ধ শতাব্দী কমিয়ে তার শাসনের উচ্চতায় যুগের চেহারা প্রকাশ করতে তার চেহারা পুনর্গঠন করেছেন।

সুতরাং, আধুনিক প্রযুক্তির সাহায্যে ফারাওয়ের এটিই প্রথম বৈজ্ঞানিক চিত্র, যা তার আসল মাথার খুলির সিটি স্ক্যানের সাহায্যে তৈরি করা হয়েছে। ফারাওয়ের মাথার খুলির থ্রিডি মডেল তৈরি করেছেন কায়রো বিশ্ববিদ্যালয়ের সাহার সেলিম।সাহার সেলিম বলেন, প্রযুক্তির সাহায্যে ফেরাউনের যে ছবি বেরিয়েছে তা ছিল মনোমুগ্ধকর। সূত্র : টাইমস অব ইসরাইল।

Check Also

সুপ্রিম কোর্টের নির্দেশ, আদানি ইস্যুতে কমিটি গঠনে বাধ্য হচ্ছে সরকার

হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসতেই কার্যত ব্যাকফুটে ভারতের মোদি সরকার। আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের একাধিক …

2 comments

  1. ফেরাউন ত একজন না।রাজাদের ফেরাউন বলা হতো।এভাবে ফেরাউন শত শত বছর ধরেই রাজত্ব করেছে

  2. ফেরাউনতো দেখি মার্ক জুকারবার্গ এর মতো দেখতে ছিলো😇