সুন্দরবন ঘুরে গেলেন প্রধানমন্ত্রী কন্যা পুতুল

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল । আজ শুক্রবার দুপুর ১২টায় তিনি সেখানে যান। প্রায় এক ঘন্টা তিনি অবস্থান করেন। এ সময় সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে তার দুই সন্তান ও নিরাপত্তা রক্ষীরা ছিলেন।করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনও খবর আমাদের কাছে ছিল না।

এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান। প্রধানমন্ত্রী কন্যাকে আমরা কাছে পেয়ে অভিভুত হয়ে যাই। তিনি আমাদের সবার সাথে খুবই আন্তরিকভাবে কথা বলেন। করমজল পর্যটন স্পটের বিষয়ে বিস্তারিত জানতে চান। তাকে এখানকার বন্যপ্রাণী কৃত্রিম প্রজনন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানানো হয়। প্রধানমন্ত্রী কন্যা করমজলে একঘণ্টা অবস্থান করে দুপুর ১টায় চলে যান। করমজলে তিনি নিজ হাতে হরিণদের খেতে দেন। খুব আগ্রহ ভরে কুমিরদের গতিবিধি ও চলাচল পর্যবেক্ষণ করেন। সুন্দরবনে অবস্থানকালে সায়মা ওয়াজেদ করমজলের বিভিন্ন স্পট এবং সেখানকার বন্যপ্রাণী ঘুরে দেখেন বলে জানান আজাদ কবির।

Check Also

মুফতি কাজী ইব্রাহিমের কারাদণ্ড

মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ট্রাইব্যুনালে দোষ …

One comment

  1. Thanks to my sister 💘