খুব কাছে, তবু বহু দূরে জায়েদ-মৌসুমী

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সিনেমা সোনার চর-এ একসঙ্গে অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী ও জায়েদ খান। পরিচালনা করছেন জাহিদ হাসান। গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি শুরু হয়েছিল সিনেমাটির শুটিং, সম্প্রতি শেষ হয়েছে চূড়ান্ত ধাপের কাজ।
এরই মাঝেই ঝড়ের কবলে পড়েছেন মৌসুমী-জায়েদ খান। মৌসুমীর স্বামী ওমর সানী গত জুনে অভিযোগ তোলেন, তার সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ। এ নিয়ে তোলপাড় চলেছে অনেক দিন, মৌসুমী-জায়েদ সম্পর্ক হয়েছে বিতর্কিত।
জায়েদের সঙ্গে এখনও মুখ দেখাদেখি বন্ধ সানী-মৌসুমীর। সম্প্রতি সোনার চর সিনেমার বাকি অংশের শুটিংয়ের জন্য এই তিন তারকা পিরোজপুরে গেলেও সামনাসামনি দেখা হয়নি জায়েদ-মৌসুমীর।

পরিচালক জাহিদ হাসান জানালেন, শুক্রবার সিনেমার শুটিং শেষ হয়েছে।
তিনি শনিবার বলেন, ‘প্রায় টানা ২২ দিন পিরোজপুরে শুটিং করলাম, সেখানে কালিগঙ্গা নদী, চর ও গ্রামের বিভিন্ন লোকেশনে শুটিং করলাম। গতকাল একেবারে ক্যামেরা ক্লোজ করেছি। শুটিংয়ের কাজ শেষ।’
শুধু জায়েদ খানের অভিনয়ের অংশই বাকি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না না, প্রায় সব আর্টিস্টদেরই শুট ছিল। ওমর সানী-মৌসুমী, জায়েদ খান, শাওন, পাপিয়া মোটামুটি সবারই।’

মৌসুমী-জায়েদের দেখা বা কথা না হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘জানেনই তো আর্টিস্টদের মধ্যে ঝামেলা থাকলে সেভাবেই লোকেশন এবং শিডিউল ভাগ করে করতে হয়। জায়েদের অংশের শুটিং বেশি ছিল চর অঞ্চল ও নদীর মধ্যে আর মৌসুমীদের ছিল গ্রামের দিকে। তাদের একসঙ্গে কোনো সিকোয়েন্স ছিল না, তাদের দেখাও হয়নি।’

জায়েদ খান ফেসবুকে সিনেমাটির শুটিংয়ে নিজের বিভিন্ন ছবি পোস্ট করলেও ওমর সানী-মৌসুমীর কোনো ছবি দেখা যায়নি।
এর আগে সিনেমাটির গল্প নিয়ে পরিচালক বলেছিলেন, ‘এর কাহিনি ১৯৭৫ সালের পরবর্তী সময়ের। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, আর তার স্বামীর চরিত্রে ওমর সানী। সানীর চরিত্রটি কথা বলতে পারে না, লাঠিয়ালের ভূমিকায় রয়েছে। এখানে জায়েদ একজন মুক্তিযোদ্ধা, যিনি আবার ফেরারি আসামি।’

সিনেমায় মৌসুমীর সঙ্গে জায়েদ খানের সম্পর্কের বর্ণনা দিয়ে পরিচালক বলেন, ‘এতে তাদের সম্পর্কের কোনো নাম দেয়ার সুযোগ নেই। কারণ, সোনার চর-এ জায়েদ একজন আগন্তুক। সিনেমায় সে ফেরারি আসামি। এই চরে মাঝেমধ্যে আসে সে। তাদের (মৌসুমী-জায়েদ) একসঙ্গে তেমন বেশি সিকোয়েন্স নেই, তিন-চারটি হবে।’
জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এই সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ জাহিদ হোসেনের।

Check Also

মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া

স্বামীর সঙ্গে নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সৌদি আরবে গিয়েছিলেন মাহিয়া মাহি। পালন করেছেন ওমরাহ। কিন্তু …