আজ প্রধানমন্ত্রীর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৫ বছর অতিক্রম করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। তার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানসূচি সেজেছে নতুন সাজে। এদিন বিটিভিতে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এক মেইল বার্তায় এমনটাই জানিয়েছে জাতীয় গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ।

বিশেষ অনুষ্ঠান ‘গম্ভীরা’ প্রচারিত হবে দুপুর ১২টা ৪০ মিনিটে। দুপুর ১ টা ৪০ মিনিটে প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’ প্রচারিত হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকাল ৫টা ৪৫ মিনিটে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান। রাত সাড়ে ৮টায় প্রচার হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ তথ্যচিত্র ‘জয়তু মাননীয়’। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শুভ জন্মদিন দেশরত্ন’। রাত ১০টা ২০ মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সাফল্যের সরকার’।

এছাড়াও দিনব্যাপি অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রচারিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স। বিটিভির প্রযোজনায় তৈরি হয়েছে তিনটি গান। হীরেন্দ্রনাথ মৃধার লেখায় একটি গানে কণ্ঠ দিয়েছেন রাশেদ, ইউসুফ, স্বরলিপি, পুষ্পিতা। এটি ছাড়া আরও দুটি গান তৈরি হয়েছে। একটি গান লিখেছেন হাসান মতিউর রহমান, অন্যটি মিল্টন খন্দকার। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন অনুপমা মুক্তি, সাব্বির জামান পুতুল, পুলক, রাজীব ও লিজা। তিনটি গানেরই সুর ও সংগীত করেছেন ফোয়াদ নাসের বাবু।

Check Also

৩ দিনে ৭৮৩ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতার চালানো হচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *