আল জাজিরায় বাংলাদেশ নিয়ে প্রচারিত প্রতিবেদন বিষয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানিয়েছে সাতটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বলেছে, এ বিষয়ে জাতিসংঘের উচিত নিজস্ব তদন্ত চালানো।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সংগঠনগুলোর পক্ষে নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রচারিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের ইউএন পরিচালক লুইজ চারবানো বলেন, আলজাজিরার প্রতিবেদন বিষয়ে জাতিসংঘের উচিত নিজস্ব তদন্ত চালানো।
বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো: হিউম্যান রাইটস ওয়াচ, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, দ্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, দ্য ওয়ার্ল্ড এগেইনস্ট টর্চার, দ্য এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ইলিয়স জাস্টিস।