পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেটের খাদিমপাড়ায় মুজিব বর্ষের অনুষ্ঠানে মোদির যোগদানে বিভিন্ন দলের আপত্তির বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিবেশী, তারা আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী যোদ্ধা। সুতরাং আমরা অনেক দিন আগেই থেকেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক দেশে যে যার মতো করে বক্তব্য দিতেই পারে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমরা আমাদের অতিথিকে সম্মান দেবো এবং তাদের পূর্ণ নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। কেএ/ডিএ
Leave a Reply