ভারতে ১৫ জনের শরীরে মিলল করোনা

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

স্টাফ রিপোর্টার: চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ২০২ জন দাঁড়িয়েছে। এদিকে, করোনাভাইরাসে প্রভাবে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দেশটিতে নয় জন মারা গেছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১২৫ জন।

এবার আমাদের পাশ্ববর্তি দেশ ভারতে মিলেছে করোনা ভাইরাসের রোগি। ভারতে আসা ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাদের শরীরে ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এইমস। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।

এই নিয়ে ভারতে মোট ২১ জনের শরীরে মিলল এই ভাইরাস।১৫ জনকেই আইটিবিপি-র ক্যাম্পে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকেই তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে নয়ডার দুটি বেসরকারি মাধ্যমের স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

নয়ডার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের বাবার করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

এই খবর জানার পরই ওই স্কুল আগামী বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে।অন্যদিকে, নয়ডার আরও একটি স্কুলে দুই ছাত্রের শরীরে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কে ওই স্কুলও আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষাও।

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *