“১৫ দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে”

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

স্টাফ রিপোর্টার: প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ৪ মার্চ ২০২০ আগামী ১৫ দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইয়াএল আর মিলারের নের্তৃত্বে ৬ সদস্য প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। কৃষিমন্ত্রী বলেন, ‘পেয়াজের দাম তো এখনও কমে নাই। আমরা পর্যবেক্ষণ করছি। ১৫ দিন পর বাজারে পেয়াজ নামলে তাৎক্ষণিক সমস্যাতো সমাধান হয়েই যাবে। তখন পেয়াজের দাম কমে যাবে।’

মন্ত্রী বলেন, ‘সমস্যা হলো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। গতকালকেই ফরিদপুরে বৃষ্টি হয়েছে। এই ফাল্গুন মাসেও শীলা বৃষ্টি, এটা কি চিন্তা করা যায়? আমাদের সচিবসহ সকলেই খোজ-খবর নিয়েছি। এতে দেখা গেছে, পেয়াজের ভালো ক্ষতি হয়েছে। পেয়াজ আরো ১৫ থেকে ২০ দিন পরে উত্তোলন হবে। তারপরও আমরা খুবই আশাবাদি, এবছর ভলো পেয়াজ হবে।’

তিনি বলেন, ‘এ বছর অনেক এরিয়াতে পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। এছাড়া পিঁয়াজে আমাদের যে প্রযুক্তি আছে তা দিয়ে ভেরাইটি নতুন জাতের পেঁয়াজ উদ্বোবন করেছি। যা মাঠ পর্যায়ে চাষাবাদ হলে পেঁয়াজেররকোন সমস্যা থাকবে না।’ কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আগে বার বার ধানের কথা বলেছি। এখন যেমন ধানে আমরা স্বয়ংসম্পূর্ণ ইনশাল্লাহ পিঁয়াজেও আমরা নতুন জাত দিয়ে উৎপান ডাবল না হলেও কাছাকাছি হবে। আগে যেখানে প্রতি হেক্টরে ১০ থেকে ১১ টন হতো এখন নতুন জাতের পেয়াজ সেখানে ১৮ থেকে ১৯ টন হবে।’ আরএএস/সাএ

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *