শিশুকন্যাসহ ইউএনও করোনায় আক্রান্ত

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

করোনা ভাইরাসে আক্রান্ত মানিকগঞ্জের ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার ও তার মেয়ে। এ নিয়ে জেলায় নতুন করে মোট ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ৮, হরিরামপুরে ৯, ঘিওরে ১০, সাটুরিয়ায় ২জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২জন।

নতুন করে ২৯ জনের মধ্যে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিকসহ ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা আইরিন আক্তার ও তার মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর অনুভব করলে নিজ উদ্যোগে গত বৃহস্পতিবার মা-মেয়ে দুজনেই করোনা টেস্ট করান। শনিবার (২৩ মে) রিপোর্টে দুজনেরই পজিটিভ আসে। এ অবস্থায় তিনি বাসায় আইসোলেশনে আছেন।

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *