মৃত ২১ জনের সম্পর্কে যা জানানো হয়েছে

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন। দেশে একদিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০১ জনে। আর মোট শনাক্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জনে। আজ সোমবার (২৫ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, মৃত ২১ জনের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে থেকে ৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের মধ্যে ৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ৯ জন ও রংপুরের ১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *