রাজনৈতিক দল নির্ভর ছাত্ররাজনীতির দিন ফুরিয়েছে: ভিপি নূর

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বাংলাদেশে মূলধারার রাজনৈতিক দল নির্ভর ছাত্ররাজনীতির দিন ফুরিয়েছে বলেই মনে করেন ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নূর।

রবিবার (৭ জুন) ফেসবুক লাইভে একটি আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা দেখি ক্যাম্পাসের ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলো ছাত্রদের অধিকার নিয়ে কাজ না করে ক্যাম্পাস দখলে রাখছে এবং ভিন্নমতের প্রকাশকে প্রতিহত করছে।

নূর বলেন, তারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের অপরাধ মুছে ফেলছে। এরা যখন মূল দলের রাজনীতিতে যাচ্ছে তখন তারা একই কাজ করছে।

এই ধ্বংসাত্নক প্রবণতা তৈরির কারণ ক্যাম্পাসে মূল দল নির্ভর রাজনীতি করা। ক্যাম্পাসে এমন রাজনীতি না থাকাই উত্তম, ছাত্র রাজনীতি হবে স্বাধীন। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সরকারি ছাত্রসংগঠন করা নিম্ন মেধাবীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *