নিহত মকবুল রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, স্ত্রীর আহাজারি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় দলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে গুলিবিদ্ধ মকবুল হোসেনের (৪০) মৃত্যু হয়েছে। কিন্তু তার স্ত্রীর দাবি, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না মকবুল।
বুধবার (৭ নভেম্বর) বিকালে নয়াপল্টন এলাকায় পুলিশ-বিএনপি’র সংঘর্ষে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎকরা।

নিহতের স্ত্রী জানান, রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না মকবুল হোসেন। তিনি কাপড়ে ডিজাইনিং এর কাজ করতেন। কাঁদতে কাঁদতে শুধু এটুকুই বলছিলেন, এর বেশি কিছু জানানোর পরিস্থিতিতে ছিলেন না তিনি। তবে মকবুল হোসেনের ভাই বলেছে রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলো।

এরআগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও নেতাকর্মীদের উপর হামলা করে পুলিশ। রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ । নেতাকর্মীরাও পাল্টা ইট ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বিএনপি।

Check Also

মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার, আসছে নতুন আইন

ঢাকাসহ শহরের ভেতরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি হবে ৩০ কিলোমিটার। মহাসড়কে ১২৬–এর কম সিসির (ইঞ্জিনক্ষমতা) মোটরসাইকেল …

16 comments

  1. রাজনীতি সংঘে যুক্ত নয় ঠিক আছে, তাকে কি দোকান বা বিল্ডিং ভিতরে গিয়ে গুলি করেছে, আমরা সাধারন পাবলিক সবাই জানি সমস্যা হতে পারে ১০ তারিখের দুই দিন আগে থেকেই, তাহলে কেন সেখানে যাবো বলেন?

  2. রাজনীতি সংঘে যুক্ত নয় ঠিক আছে, তাকে কি দোকান বা বিল্ডিং ভিতরে গিয়ে গুলি করেছে, আমরা সাধারন পাবলিক সবাই জানি সমস্যা হতে পারে ১০ তারিখের দুই দিন আগে থেকেই, তাহলে কেন সেখানে যাবো বলেন?

  3. একটা লাশের বদলে শতশত আওয়ামী পুলিশ এর লাশ দেখতে চাই

  4. একটা লাশের বদলে শতশত আওয়ামী পুলিশ এর লাশ দেখতে চাই

  5. Saddat Mollik Shyamol

    মগারা রাজনীতি করবে আর মরবে সরল সোজা জনগন!

  6. Saddat Mollik Shyamol

    মগারা রাজনীতি করবে আর মরবে সরল সোজা জনগন!

  7. Kano oi jaigai silo oni

  8. Kano oi jaigai silo oni

  9. এ-ই ভাবে আর কত নিরীহ মানুষের প্রাণ চাই তাদের? 😭😭

  10. এ-ই ভাবে আর কত নিরীহ মানুষের প্রাণ চাই তাদের? 😭😭

  11. Dalal media

  12. Dalal media

  13. নাথাকলে।এখানে।আসচে।কুইথেকে।।

  14. নাথাকলে।এখানে।আসচে।কুইথেকে।।

  15. মেঘনার পারে উলানিয়া

    ওরে বিএন পি খু'ন করেছে কারণ এটা খু'নির দল

  16. মেঘনার পারে উলানিয়া

    ওরে বিএন পি খু'ন করেছে কারণ এটা খু'নির দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *