মোটরসাইকেল চুরির মামলায় সাভারে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

মোটরসাইকেল চুরি সংক্রান্ত একটি মামলায় সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলহাসকে (৩৫) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ধনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জুলহাস ধনিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুলহাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোটরসাইকলে চুরির মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে ছিলেন। বর্তমানে তিনি সদর থানায় রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ থেকে জানানো হয়েছে, অপরাধ করে থাকলে জুলহাসকে শাস্তি পেতেই হবে। অপরাধীর কোনো স্থান সংগঠনে নেই।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গতরাতে জুলহাসকে গ্রেপ্তার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। তিনি বলেন, ‘আজ বুধবার দুপুরে জুলহাসকে আদালতে পাঠানো হবে।’

Check Also

স্ত্রীকে খু'নের পর ফকির সেজে ঘোরাঘুরি

ঢাকার ধামরাই উপজেলায় ইটের আঘাতে নারীকে হ'ত্যার ঘটনায় তার স্বামী কহিনুর ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *