প্রবাসী সন্তানের টাকায় বাড়ি নির্মাণ, তাকে দেখেই গেটে তালা

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিজের বাড়িতে ঢুকতে না পেরে গেটের সামনে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন এক প্রবাস ফেরত যুবক।
শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই সেখানে অবস্থান করছেন তারা। এ ছাড়া গেটে তালা মেরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতরেই আছেন।

ভুক্তভোগী হলেন, উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের উজিরমুনি গ্রামের আইজুল ইসলামের ছেলে রায়হান আলী (২৭)। তিনি প্রায় পাঁচ বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান। ছয় মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।

ভুক্তভোগী রায়হান জানান, মালয়েশিয়া থাকাকালীন প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা বাড়িতে পাঠিয়েছি। পরে সেই টাকা দিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে। ইতোমধ্যে বাড়ি নির্মাণ করা হয়েছে। আমার বাবা ও তিন ভাই একটি করাত কল দিয়েছে।

তিনি আরও জানান, শ্বশুর বাড়ি থেকে প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে সেটিও বাবাকে দিয়েছি। প্রায় তিন মাস হলো বাবা তুচ্ছ ঘটনায় স্ত্রীসহ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। স্ত্রীকে নিয়ে কোথায় যাবো? এ কারণে বাড়ির গেটের সামনে অবস্থান নিয়েছি। তবে আমাকে দেখেই তারা গেইটে তালা দিয়েছে। বিদেশ থেকে যখন টাকা পাঠিয়ে ছিলাম, তখন আমি ভালো ছিলাম। এখন বাড়িতে ফেরার পর সবার কাছে আমি খারাপ হয়ে গেছি।

এ বিষয়ে রায়হানের বাবা আজিজুল ইসলাম জানান, আমার বাড়িতে ছেলে ও বউকে রাখব না। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে চার শতক জমি রেজিস্ট্রি ও এক লাখ টাকা দিয়েছি। অন্য জায়গায় বাড়ি করার জন্য। ছেলেকে আর ঘরে তুলবো না।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা জানান, বাবা-ছেলের মধ্যে ঝগড়ার সূত্রপাত হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মীমাংসা করে দেওয়া হয়। ফের ঝামেলা দেখা দিয়েছে। পারিবারিক বিষয়ে খুব বেশি কিছু করার থাকে না।

Check Also

পরকীয়ার জেরে স্বামীকে ২২ টুকরো করে শহরে ‘ছেটালেন’ স্ত্রী

ফের লোমহর্ষক হ'ত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এসেছে ভারতের দিল্লিতে। দেশটিতে স্বামীকে হ'ত্যার দায়ে এক নারীও ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *