রাজশাহীতে রেলওয়ে কর্মচারী ও শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ভদ্রা রেল কলোনির পেছনে একটি ধানের জমিতে অপর এক রেল কর্মচারীর হাতে তিনি নিহত হন।
নিহত জহুরুল নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের পোর্টার ও রেলওয়ে শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, দুপুরে রেলওয়ের জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মতিয়ার ক্ষুব্ধ হয়ে জহুরুলকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বাড়ির পেছনে রেলওয়ের একটি জমিতে চাষাবাদ করেন জহুরুল। আর রেলওয়ের আরেক কর্মচারী মতিয়ার গরুকে খাওয়ানোর জন্য ঘাস কাটেন। শুক্রবার দুপুরে রেলওয়ের ওই জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে মতিয়ার ও জহুরুলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মতিয়ার ক্ষুব্ধ হয়ে জহুরুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply