আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে যা বললেন মাহি

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসন থেকে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছিলেন। তবে উপ-নির্বাচনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি। ওই আসনে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন জিয়াউর রহমান।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক শেষে উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানানো হয়।

এদিকে মনোনয়ন না পেয়ে ভেঙে পড়েননি মাহি। বরং দলের হয়ে নিবেদিত থাকার বার্তা দিয়েছেন `অগ্নি’খ্যাত এ নায়িকা। সেইসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণাও দিয়েছেন তিনি।

এক ভিডিও বার্তায় মাহিয়া মাহি বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে জিয়াউর রহমানকে।

তাকে অনেক অনেক শুভ কামনা। আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, দলের সর্বোচ্চ ভালোর জন্য সিদ্ধান্ত নেবেন। এই বিশ্বাস আমার অনেক আগে থেকেই ছিল এবং এখনো আছে।

প্রধানমন্ত্রী যাকে পছন্দ করেছেন তিনিই ভালো হবেন। যিনি মনোনীত হয়েছেন তার পক্ষে আমি মাঠে কাজ করব।‘

নৌকা প্রতীকের জয় হবে প্রত্যাশ্যা রেখে অভিনেত্রী বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ৫০ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী হবে এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আবারও নৌকার জয়জয়কার হবে। ওই এলাকার সবাইকে আমি বলব, আপনারা সবাই নৌকার পক্ষে থাকবেন।’

সবশেষে মাহি বলেন, ‘সবাই চলেন আমরা একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি। প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দেই।’

উপ-নির্বাচনের অংশ হিসেবে এরই মধ্যে ওই এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন মাহি। কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ‘অগ্নি’কন্যা। মাহির স্বামী রাকিব গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।

Check Also

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা অনন্ত জলিলের সিনেমা ‘কিল হিম’। বুধবার (১২ এপ্রিল) এফডিসির …

12 comments

  1. পরদেশী বাবু

    পুরান পাগলে ভাত পায় না,নতুন পাগলের আমদানি।

  2. কাদের কাক্কু খেয়ে দিছে

  3. Rejected by night voted illegal government of Awami League

  4. একবার না পালিয়ে দেখ শতবার কাজ করলে সফলতা আসবে ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

  5. কি বলছে

  6. আসলেই শেখ হাসিনা বিচক্ষণতার পরিচয় দিলেন।

  7. নেতাদের সাথে যোগা যোগ রাখো হয়ে যাবে পরবর্তীতে।

  8. Too much cunning overreaches it self.

  9. Golam Morshed Chowdhury

    হতাশ হওয়ার কিছুই নাই – যোগাযোগ জোরদার করুন ।

  10. খনিকেরপোলা জোরে দে🐸🐸🐸

  11. নেতাদের বাসায় বাসায় যোগাযোগ রাখো তারপর মিলতে পারে

  12. একটা সময় দৈনিক পত্রিকার হেডলাইন থাকতো
    “শীতে কাঁপছে উত্তরাঞ্চল একটু সাহায্যের হাত বাড়ান”
    “অসহায় পথ শিশুদের দেখার কেউ নেই! ”
    “দ্রব্য মূল্যের উর্ধ্বগতি সাধারণ মানুষ দিশেহারা”
    এখন এগুলো না হয় যতসব হাবিজাবি খবর! যাদের নেই চরিত্রের কোনো বালাই তারাই এখন সাংবাদিকদের মূল শিরোনাম……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *