বাংলাদেশে হিন্দি ছবি আনলে ভারতে আমার ছবি মুক্তি দিতে হবে: জায়েদ খান

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

এবার বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি দিতে চাইলে ভারতে আমার ছবি, আমাদের সংস্কৃতির ছবি মুক্তি দিতে হবে, নাহলে আমি এদেশে কোনোভাবেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে না। আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই। এমনটাই মন্তব্য করলেন চলচ্চিত্র চিত্রনায়ক জায়েদ খান। যিনি এখনো সমিতির সাধারণ সম্পাদক পদের দাবিদার। যেটি এখনো আদালতের সিদ্ধান্তের ওপর ঝুলে আছে।

এর আগে শিল্পী সমিতির পক্ষ থেকে নিপুণ বলেছেন তিনি ও শিল্পী হিন্দি সিনেমা আমদানির পক্ষে। শিল্পী সমিতির পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। নিপুণ জানান, হিন্দি ছবি মুক্তিতে শিল্পী সমিতির আপত্তি নেই তবে একটা শর্ত রয়েছে। তারা এই ছবি থেকে আয়ের ১০ ভাগ চান। নিপুণ আক্তার বলেন, ‘বলিউডের ছবি আসুক। বাংলাদেশে হলিউডের ছবি চলছে। হলিউডের সঙ্গে একযোগে এদেশে মুক্তি দেওয়া হচ্ছে। ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে মুম্বাইয়ের ছবির সঙ্গে কেন প্রতিযোগিতা করতে পারবো না।’

এদিকে জায়েদ খান বলছেন, নিপুণ কিভাবে নিপুণ তো একজন অবৈধ সাধারণ সম্পাদক হয়ে আছেন। তার সিদ্ধান্ত ব্যক্তিগত। আমি আমার শিল্পীদের ওই ১০ পারসেন্ট নিইয়ে কেন দুঃস্থ বানাবো। আমরা শিল্পী আমরা কাজ করবো। আমরা কেন পারসেন্টেজ নেব, আমরা কি টাকা লগ্নি করেছি? হল মালিকরা যদি সিনেমা আনে সেটা তাদের বিষয়, তাদের কাছ থেকে কেন টাকা নিতে হবে?

তাছাড়া জায়েদ মনে করেন হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। এই অভিনেতা বলেন, ‘আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে। ভালো ভালো সিনেমা হচ্ছে। হল বাঁচাতে হলে আমাদের ভালো কন্টেন্ট নির্মাণ করতে হবে। তাহলে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাঁচবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।’

এদিকে পাঠান এর মতো বাজেটের সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা লড়াই করতে পারবে না। ফলে ধীরে ধীরে বাংলাদেশের সিনেমা সুন্দর সুন্দর গল্পের ছবিগুলো মুখ থুবড়ে পড়বে- এমনটাই মনে করছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমি দেখছি অনেকেই বলছেন হল বাঁচাতে হিন্দি ছবি আনতে। হিন্দি ছবি আনলে হল কিভাবে বাঁচবে? এতে করে আমাদের সিনেমার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটাও ধ্বংস হয়ে যাবে। অনেকেই হিন্দি ছবির সঙ্গে বাংলা ছবির তুলনা করছেন? পাঠানের মতো বাজেটের সিনেমার সঙ্গে বাংলাদেশের সিনেমা কিভাবে লড়াই করবে?’

হিন্দি সিনেমা যদি একান্তই মুক্তি দিতে হয় তাহলে বাংলাদেশি সিনেমাও ভারতে মুক্তি নিশ্চিত করতে হবে। জায়েদ খান বলেন,‘বাংলাদেশে হিন্দি সিনেমা যদি মুক্তি একান্ত দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমার সিনেমা, আমাদের সংস্কৃতির সিনেমা ভারতে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে দেশে হিন্দি ছবির আমদানি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে চলচ্চিত্রপাড়ায়। দেশে আগামী ২৭ জানুয়ারি মুক্তি পাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘পাঠান।’ বুধবার ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে।

Check Also

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা অনন্ত জলিলের সিনেমা ‘কিল হিম’। বুধবার (১২ এপ্রিল) এফডিসির …

6 comments

  1. আমি জায়েদ খানের সাথে একমত।
    যদিও তাকে পছন্দ করি না।

  2. বাংলাদেশেই তোমার ছবি দেখে না পাবলিক, আর ভারতে কেমনে কি।

  3. মামা মাল খাইতানি

  4. আপনার ছবি কে দেখবে।

  5. গাঞ্জা বাবা ?

  6. সিনেমা অঙ্গন যে হেতের বাপ- দাদার সম্পত্তি!!!
    কত বড় জানোয়ারের বাচ্চা, আমাদের দেশের সিনেমা না বলে কিনা ‘আমার'(!!) সিনেমা ভারতে চালাতে হবে। এই জানোয়ার কি জানে, হেতের
    ‘চি নে মা’ ভারতের নেড়িকুত্তারাও দেখবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *