আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী: হিরো আলম

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ। পরে নাম লেখান ঢালিউডে। চলচ্চিত্রের পর্দায় হিরো হিসেবে নাম লেখানো আলম এখন সাধারণ মানুষের বাস্তব জীবনে হিরোর ভূমিকা রাখতে চান। জনপ্রতিনিধি হিসেবে সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করতে চান।

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি। আগামী ১ ফেব্রুয়ারি আসন দুটিতে নির্বাচন। নির্বাচিত হলে কী করবেন, সংসদ সদস্য হওয়ার ইচ্ছার নেপথ্য কারণসহ বেশ কিছু বিষয় নিয়ে সমকালের সঙ্গে তার কথা হয়।

সমকাল: সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। অভিনেতা থেকে নেতা হওয়ার নেপথ্যে অনুপ্রেরণা কী?

হিরো আলম: আমি গরিব ঘরের ছেলে। গরিবের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখেছি। তাদের জন্য কিছু করতে চাই। এমপি হলে সাধারণ মানুষের সেবা করার সুযোগ ও সুবিধা বাড়বে। তাই নির্বাচন করছি।

সমকাল: নির্বাচিত হলে জনগণের জন্য বিশেষ কী করতে চান?

হিরো আলম: গরিবদের সহায়তা করতে চাই। তাদের সন্তানদের বিনামূল্যে লেখাপড়া ব্যবস্থা করব। কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হয় এমন কাজের পাশে দাঁড়াব। অনেক এলাকায় বিদুৎ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব রয়েছে। আমি নির্বাচিত হলে এগুলোকে অগ্রাধিকার দিব। গরিবের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব।

সমকাল: কোনো দলে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের কারণ কী?

হিরো আলম: আমি জাতীয় পার্টি থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলাম। আমাকে আশ্বাস দিয়েও মনোনয়ন দেয়া হয়নি। চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের মনোনয়নের জন্য, তাতেও সাড়া পাইনি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করছি। আর অন্যকোনো দলে যোগ দেওয়ার ইচ্ছা নেই।

বগুড়া-৪ আসনের নন্দীগ্রামের বিজরুল এলাকায় ভোট চাইতে গেলে হিরো আলমকে মিষ্টি খাওয়ান এক দোকানদার। ছবি- সমকাল।
সমকাল: নির্বাচিত হলে কি অভিনয়ে সময় কম দেবেন?

হিরো আলম: অভিনয় আমাকে পরিচিতি দিয়েছে। অভিনয় ছেড়ে থাকা সম্ভব নয়। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদেরও পাশে থাকতে হবে সব সময়। তাই দুটিকে সমন্বয় করেই চলতে হবে।

সমকাল: এমপি হয়ে গেলে পরের ইচ্ছা কী হবে?

হিরো আলম: মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার তো শেষ নেই। আগে এমপি হওয়ার ইচ্ছা, পরে সুযোগ পেলে মন্ত্রী হব। এমপি হলে চলচ্চিত্র জগতেও নেতৃত্ব দিতে পারব।

সমকাল: এমপি হলে শিল্প-সংস্কৃতির জন্য কী করবেন?

হিরো আলম: বগুড়ায় টিভি সেন্টার বানাব। বগুড়ার কাহালুর বেতার কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু করব। দরিদ্র শিল্পীদের সহায়তা দেব। বগুড়ার প্রতিভাবান শিল্পীদের নানা ক্ষেত্রে সুযোগ তৈরি করে দেব।

সমকাল: নির্বাচনে নেমে মানুষের কেমন সাড়া পাচ্ছেন?

হিরো আলম: ভোটে নেমে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি, ভোটাররা আমাকে বিমুখ করবেন না। আমি যেখানই ভোট চাইতে যাই, সেখানই মানুষ আমাকে খাওয়ায়। বিশেষ করে গরিব মানুষেরা বেশি আপ্যায়ন করে।

সমকাল: দুই আসন থেকেই নির্বাচিত হলে কোনটা ছেড়ে কোনটা রাখবেন?

হিরো আলম: এ বিষয়ে এখন কিছু বলব না। কারণ, এটা এখন বললে ভোট কমে যেতে পারে।

Check Also

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা অনন্ত জলিলের সিনেমা ‘কিল হিম’। বুধবার (১২ এপ্রিল) এফডিসির …

12 comments

  1. মন্ত্রী বানান করতে পারবনি?

  2. ছেলে র হাতে মোয়া!!!!

  3. Dhakaia Raihanul Islam Rahel

    আগে ভোট দিয়ে দেকেন এমপি বানাইয়া সংসদে যাওয়া সুযোগ দিন

  4. পাগল হয়ে গেছে এই রাম ছাগল

  5. হিরো এমপি হলে আশ্চর্য হব না। আর মন্ত্রী হয়ে গেলেও কুন্তা খরার নাই, ই দেশো হখলতা সম্ভব।

  6. পাগলামি ছাড়া কিছুই না ।
    যে নাকি পরকীয়া আসক্ত সে এমপি হয়ে পুরো উপজেলার সুন্দরী মেয়ের ইজ্জত নষ্ট করবে।। তাই পাগল কে দুরে রাখাটায় বুদ্ধিমানের কাজ৷।

  7. রাজনীতি পঁচার পথে।

  8. একটি দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য রাজা,ঘুমন্ত প্রজা এবং বিক্রীত সাংবাদিকরাই যথেষ্ট! পরিপূর্ণতা পায় তখনই যখন জগন্য কিছু প্রশাসন সংযুক্ত থাকে😒😒

    আমার অর্ধেক জীবন যাচ্ছে এদের গালি দিতে দিতে।
    বাকি অর্ধেক জীবন যাবে, এদের গালি দেওয়ার অপরাধে মোনাজাতে ক্ষমা চাইতে চাইতে🤲😒

  9. Haire bangladesh real politicians der koshu gache golai doli dewya ucit.

  10. Politics এর গুদ মাইরা দিল হাসিনা 🤣

  11. Dik taitho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *