Breaking News

১৮ লাখ পেলে হিরো আলমের নায়িকা হবেন পরীমনি

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

’দিয়াশলাই’ নামে নতুন একটি ছবি বানাতে চান পরিচালক নিজাম উদ্দীন। আর সেই ছবির নায়িকা করার কথা চিন্তু করা হচ্ছে লাস্যময়ী পরীমনিকে।

কিন্তু পরীমনি কি হিরো আলমের সঙ্গে ছবিতে চুক্তিবদ্ধ হবেন? হিরো আলমের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন,

পরীমনি তার বিপরীতে নায়িকা হতে পারেন- তবে সেজন্য পরীকে ১৮ লাখ টাকা পারিশ্রমিক দিতে হবে।

তবে এ ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, ’আমার বিপরীতে নায়িকা কে হলেন সেটা আমার কাছে বড় ব্যাপার না। পরিচালক আমাকে যে নায়িকা দেন তার সঙ্গেই আমি কাজ করতে রাজি। সে যেই হোক।

তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি সিনেমা বানাবো। যার একমাত্র নায়ক হবো আমি। আমার নিজের অর্থ ও জনগনের সহযোগীতায় ছবিটি বানাতে চাই। ছবির নাম হবে ’চরিত্র’। আমি দেখতে চাই দর্শক আমার ছবি দেখতে হলে আসে কিনা?’

এসময় হিরো আলম বলেন, ’এসময়ে আমিই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। শাকিব খান, আরিফিন শুভকে বাদ দিয়ে সবাই এখন আমার ভিডিও দেখে।’

তিনি বলেন, ’অনেকেই আমার সঙ্গে অভিনয় করতে চায় না। তাই আমি নিম্নমানের নায়িকাদের নিয়ে অভিনয় করি। এখানে আমার দোষ কোথায়? আমার সঙ্গে ভালো কেউ অভিনয় করলে আমিতো তাদের নিয়েই কাজ করতাম।’

সূত্র: latestbdnews

Check Also

‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ (ভিডিও)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। …

5 comments

  1. দিয়ে দাও সোনা

  2. মামলা তোমাকেই চুলাতে হবে

  3. হিরো আলম পাগল হলে পরীমনিকে ১৮ লাখ টাকা দিয়ে সিনেমায় তার নায়িকা করবে..এখন আর মানুষ তেমন সিনেমা দেখে না..আগে সাধারণ মানুষ ১০০% মধ্যে ৭০% মানুষ সিনেমা দেখতো..এখন ১০০% মধ্যে ৫% মানুষ সিনেমা দেখে না..সিনেমার কাহিনী এবং নায়ক নায়িকার অভিনয় মোটেও পছন্দশীল নয়..বাজে অভিয়ন.. বাজে কাহিনী..

  4. হিরো আলম এর জুতা টানার যোগ্য ও নেই এই ১২ ভাতারির আবার কি বলে এই গুলো

  5. Tk kar obab porcy buji songsar calate tai fad pata joccy bac

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *