Breaking News

কান্নায় ভেঙে পড়া জবি ছাত্রীকে বুকে জড়িয়ে নিলেন আরেফিন শুভ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ বসন্তবরণ উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হন ‘উনিশ-২০’ সিনেমার প্রচারণায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এই নায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরেন এই নায়ক। বুধবার বসন্তবরণ অনুষ্ঠানে এ অদ্ভুত ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, জবি শিক্ষার্থীর এ অবস্থা দেখে হাত ধরে সামনে নিয়ে আসেন শুভ। এ সময় তাকে বুকে জড়িয়ে নেন তিনি।

ওই ছাত্রী বলেন, তখন অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। ছোট থেকেই তার অনেক বড় ফ্যান আমি। তার সিনেমাগুলো দেখি। অনেক ইচ্ছা ছিল শুভ ভাইয়ার সঙ্গে দেখা করব। আমার এ অবস্থা দেখে তিনি আমায় ডেকে এনে সামনে বসিয়ে দেন।

উল্লেখ্য, উনিশ-২০ সিনেমায় আরেফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন- ইন্তখাব দিনার, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এএম মজুমদারসহ অনেকে।

Check Also

‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ (ভিডিও)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *