Breaking News

‘ভেবেছি আপনারা আমাকে বোনের মতো ভাববেন, কিন্তু সেটা ভুল’

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

প্রভা বলেন, আমি ভাবতাম বিনোদন জগতে আছি, আপনারা আমাকে বোনের চোখে দেখছেন। আপনারাও একই জগতে কাজ করেন। এ জন্য আমরা একটা ফ্যামিলির মতো।

কিন্তু আসলে ভুল ভাবি, ভুল জানতাম। আপনাদের মাথায় আসে না এটা। আপনাদের একজন বোন এই সেক্টরে কাজ করছে, তাকে কিভাবে আগলে রাখা যায়। আপনারা এটা আসলে চিন্তা করতে পারেন না।

এটা আমার সীমাবদ্ধতা নাকি আপনাদের, সেটা আমি জানি না। মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এতে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। ব্যক্তিগতভাবে আর চাচ্ছি না, আমাকে কনসার্ন করা ছাড়া আমার কোনো নিউজ করেন আপনারা।

Check Also

‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ (ভিডিও)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। …

6 comments

  1. Md Saidul Islam Noyan

    🤔

  2. আরে বোনের মত ভাবলে বউ ভাববো কারে।

  3. তোমাকে খ্যালনার মত ভাবি

  4. সবাই যদি বোন ভাবে তাহলে বউ হবে কিভাবে?

  5. তোমার ললিপপ কি খুঁজে পাইতাছো না

  6. Ami apnaka chotto boner moto money korlam.Bon tomaka onak onak suvassa.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *