হিন্দি সিনেমা আমদানিতে ১০ শতাংশ লাভ চাওয়া মুনাফিকের কাজ: ডিপজল

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ভারতীয় সিনেমা আমদানির পক্ষে অবস্থান নিয়েছে চলচ্চিত্র সম্পর্কিত ১৯টি সংগঠন। এর আগে ১০ শতাংশ লভ্যাংশের শর্তে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে সমর্থন দেয় চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে এতে আপত্তি জানিয়েছেন প্রযোজক ও খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

ভারতীয় সিনেমার আমদানি থামাতে কাফনের কাপড় পরে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ডিপজল। এ ছাড়া শিল্পী সমিতির ১০ শতাংশ লভ্যাংশের দাবিকে ‘বেআইনি’, ‘মুনাফিকের’ কাজ বলে মন্তব্য করেছেন।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলায় এসব কথা বলেন ডিপজল।

ডিপজল বলেন, ‘ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গেল ঈদের সিনেমা দিয়ে তো সিনেমা হলে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা হলমুখী হবেন। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। ভাষার মাসে হিন্দি সিনেমা আসার প্রশ্নই আসে না। প্রয়োজনে আবারও কাফনের কাপড় পরে রাজপথে নামব।’

এ সময় ১০ শতাংশ লভ্যাংশের কথা উল্লেখ করে ডিপজল আরও বলেন, ‘হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি, মুনাফিকের কাজ। আমি মনে করি, হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে?’

সবশেষে পরিচালক সমিতির নতুন কমিটি ভালো কিছু করবে বলে আশা করেন ডিপজল। পারিবারিক মিলন মেলা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন পর সবার সঙ্গে দেখা হওয়ায় ভালো লাগার অনুভূতির কথা জানান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

Check Also

ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলেও আমার চরিত্রে দাগ পাবেন না: অনন্ত জলিল

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা অনন্ত জলিলের সিনেমা ‘কিল হিম’। বুধবার (১২ এপ্রিল) এফডিসির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *