বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ গায়ক তাশরিফ খান। এর ফলে তার মুখের এক পাশে বাঁকা হয়ে গেছে। গায়ক নিজেই গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ।
বিষয়টি নিয়ে তাশরিফ বলেন, ‘ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত একমাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারবো না।’
অসুস্থতার বর্ণনা দিয়ে তাসরিফ বলেন, ‘মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে। তিন দিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।’
এদিকে অসুস্থতায় গানবাজনায় বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাসরিফের। কারণ, তিনি মানবিক কিছু কাজও করেন। জানালেন, ভোলার এক ক্যানসার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন। সেই কাজে শিগগিরই ভোলায় যেতে হবে তাকে।
তাশরিফ বলেন ‘ওই মানুষটা তো আমার চেয়েও অসুস্থ। তাই যেহেতু কথা দিয়েছি, তার চিকিৎসার জন্য অর্থ জোগাড়ের কাজটা করবো।’
গেলো বছর সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বন্যার সময়ে ত্রাণ সহায়তায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছেন এই গায়ক।
আল্লাহ সুস্থতা দান করুন
Kano
আল্লাহ তায়ালা, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন
নরসিংদী চিকিৎসা করলে ঠিক হতে পারে
সৃষ্টিকর্তা বেছে বেছে সেই ভাল মানুষদেরকেই শাস্তি দেয়। অথচ যারা একের পর এক অন্যায়, জুলুম করে যাচ্ছে তারা ঠিকই এই দুনিয়াতে সুস্থভাবে ঘুরে বেড়াচ্ছে। যার গরীব অসহায় মানুষের জন্য প্রাণ কাঁদে, দুস্থ মানুষের কাছে যে ছুটে যায় আজ সে অসুস্থ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।
Badol Biswas মনের খবর আল্লাহ রাখে
Badol Biswas বুঝতে পারছিস তাহলে ।
Prokash Chandra Biswas Potap আরে বুঝবো কি এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি।
এটাকে বেলস পলসি বা ফেসিয়াল পলসি বলে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ !!! আল্লাহ ভরষা
ঘুমের মাঝে স্ট্রোক করে আমার আব্বুর ওমন হয়েছিল এখন ঠিক আছে
Jannat Jannat amar ammur o hoyecilo ghumer mddhe stock kre…
Therapy dite hoyecilo allah er rohomote akhon Alhamdulillah valo ache
Innalillah
ইন্নালিল্লাহ
আল্লাহ্ আপনি সুস্থতা দান করুন
ফিআমানিল্লাহ
ভালো মানুষদের শান্তি নাই 😪😪
Kn
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ।
Amin
আল্লাহ ভরসা
ফি আমানিল্লাহ
আল্লাহ প্রিয় মানুষ টাকে সুস্থতা দান করুক
ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ
আল্লাহ তায়ালা, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন 🤲🤲
বাহ্
সমস্যা নাই ঠিক হয়ে যাবে… ইনশাআল্লাহ
Manus niyothir kace borro osohay.
ফি আমানিল্লাহ্
আল্লাহ শেফা দান করুন
আল্লাহ সব সময় ভালো মানুষ গুলোকেই কষ্ট দেয়,,😢😢😢 আল্লাহ তুমি তাঁকে সুস্থ করে দাও 🥲🥲
আল্লাহ ভাইটিকে ক্ষমা করে সুস্থতা দান করুক আমিন
আল্লাহর কাছে দোয়া করি