Breaking News

ওমরাহ করতে গেলেন নায়িকা মাহি

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

স্বামীসহ ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মাহিয়া মাহি। এর আগে স্বামীকে নিয়ে মাহি ওমরাহ পালনে গিয়েছিলেন।

স্বামীর সঙ্গে মাহি একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ছবিতে তার স্বামীকে সাদা পোশাকে এবং তাকে কালো বোরখায় দেখা যায়।

এ প্রসঙ্গে মাহি বলেন, কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ের কিছুদিন পরই ওমরাহ করেন মাহি।

Check Also

‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ (ভিডিও)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। …

12 comments

  1. Umra korar por abr borokha khule ulango chola Fera kora hobe tie na?

  2. ওমরা করার পর যদি অনু সুচনা না থাকে। তাহলে ওমরা করে কি লাভ।

  3. হালাল টাকা না হারাম টাকা ??

  4. নিশ্চয়ই আগামী নমিনেশন পাওয়ার আশায় এমন কিছু করছে

  5. সাথে মু,,,,দ গেলনা ক্যা

  6. মুরাদ টাকলু রে নিয়া গেলে ভাল হত

  7. টাকলা মুরাদ কে ছাড়া?

  8. শয়তান গেছে মক্কায়

  9. লেংটা হবে এসে আবার

  10. ফিরে এসে অর্ধ নগ্ন হবে তাহলে উমরাহ্‌ করার সার্থকতা কি!!

  11. নায়িকা মাহি তার আবার ওমরা

  12. আবু রায়হান

    হজ্জ হবে না, হারাম টাকা দিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *