Breaking News

এবার মাহে রমজানের গান নিয়ে আসছেন হিরো আলম

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

দেশের আলোচিত ইউটিউবার ও অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার মাহে রমজান উপলক্ষে নিয়ে আসছেন তার গাওয়া একটি ইসলামী গান। আব্বুল কাদের হাওলাদারের লেখা ‘এলো মুক্তির পয়গাম নিয়ে মাহে রমজান/ রমজান এলো রমজান, এলো মাহে রমজান’ সুর করেছেন হিরো আলম নিজেই।

গানটি প্রকাশ প্রসঙ্গে হিরো আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘আগে তো বিভিন্ন রকমের গান গেয়েছি। এবার একেবারেই ব্যতিক্রম ধরণের একটা গান গেয়েছি। রমজান উপলক্ষে আমি একটা ইসলামী গান নিয়ে আসছি।’ ইতোমধ্যে নানা ভাষায় গান করেছেন তিনি। সেসব শুনে অনেকেই কটাক্ষ করেছেন। তবে হিরো আলমের দাবি এবারের গানটি শুনে কেউ কটাক্ষ করতে পারবেন না।

তিনি বলেন, ‘দেখেন আমি তো শিল্পী না, কিন্তু বিভিন্ন রকমের গান গেয়েছি। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। অতীতে অনেক গান শুনেছেন আপনারা। এবার একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসছি। আশা রাখছি এই গানটা কেউ ট্রল করার সাহস পাবে না।’ গানটি রোজা শুরুর দুই একদিন আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জানিয়ে হিরো আলম বলেন, ‘রেকর্ড শেষ হয়েছে। এখন মিউজিক ভিডিওর কাজ চলছে। ইসলামী সাজ পোশাকেই এর ভিডিও বানাবো আমরা।’

Check Also

‘তদন্ত শেষ, শাকিব খান শতভাগ ক্লিন’ (ভিডিও)

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। …

18 comments

  1. ভাই মাফ করনা

  2. Miraj Anam মামু কিছু ক

  3. এই শালারে জুতা পেটা করা উচিত।

  4. Very good

  5. Ai chudani তোর কি সমস্যা। ওকে গাইতে চে!!!

  6. কাইল্লা কেল্লা

  7. Emran Hossen Hridoy

    ঈদের আনন্দ মাটি করার জন্য বেশি কিছু দরকার নেই এর একটা গান হলেই যথেষ্ট

  8. রমজানে মাটি করতে আসতে মানা করেন! 🙏😼
    এরে পুরা রোজার মাস ঘুম পাড়ায় রাখলে ভালা হপে।
    🐸🤢

    • Zerin F. Chowdhury তাকে ঘুম পাড়িয়ে রাখবার মতো ঘুমের ওষুধ বিজ্ঞানীরা এখনোও আবিষ্কার করতে পারেননি😀।

    • Tinny Chakraborty তাহলে Chloroform হাল্কা হাল্কা ডোজ দিয়ে বেহুঁশ করে তো রাখা যায়!!🙄 না কি?
      এভাবে রমজান ও ইদের আনন্দ বিনাশ করার অধিকার তো তার নাই!🥴

  9. ভাই তুমারে ভালোবাসি আল্লাহর রস্তে গান গাইছ না। গান তুমারে মানায় না।

  10. সাংবাদিক একটা মাদারেরচোদ

  11. আল্লাহ মাফ করো !!!এই উজবুকটা কি বোঝে না ওর গলায় গান হয় না ওগুলো gun হয়ে আমাদের কানে আঘাত করে !!!😡😡😡

  12. বাংলার গানের মান সম্মান সব খাইলো এ আলাইমায়??

  13. দরকার নাই এর থেকে মুক্তি চাই

  14. Delowar Hossain Sattar

    আর কষ্ট দিছনারে ভাই

  15. জিরো তুই এসব বাদ দিয়ে পুরনো business ডিসলাইন ঐটা করো

  16. হা হা হা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *