ওমরাহ হজ থেকে ফিরতেই বিমানবন্দরে গ্রে’ফতার করা হয় মাহি কে

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মাহি স্বামী রকিব সরকারের সঙ্গে ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। মাহির সঙ্গে দেশে ফেরেননি রকিব। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

শুক্রবার (১৭ মার্চ) রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

এর আগে শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালনরত মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শো-রুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন।

এ সময় তিনি দাবি করে বলেন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে ‘সনিরাজ কার প্যালেস’ নামে তার স্বামীর একটি গাড়ির শোরুম রয়েছে। সেখানে দুর্বৃত্তরা হামলা করেছে। তারা শোরুমের গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাব, দরজা-জানালা, টেবিল-চেয়ার ভাঙচুর করেছে। শোরুমের সাইনবোর্ড খুলে ফেলেছে। অফিসকক্ষ তছনছ করে টাকাপয়সা লুট করে নিয়ে গেছে।

ইসমাইল হোসেন ওরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি। এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন তিনি।

মাহির ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন দফতরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।

Check Also

নিজের অন্তিম ইচ্ছার কথা জানালেন মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন। বয়সের ঘরের সংখ্যাটাও অর্ধশতক …

13 comments

  1. ইসলামিক জীবন

    hoz o kore era

  2. কিতা করছে?

  3. Hoz korar nam jaia kapor tola korse.. Miya kholifa koto hoz korlo

  4. কিছুদিন আগে এমপি হতে চেয়েছে বেচারি।

  5. Rifat Hossen Rifat Hossen

    Oni akjon potita jatay hajj karuk valo r hote parrba na

  6. হজ্জের নাম করে এরা যায় অন্য কোথাও টাকা কামাতে।।। রাত কাটাতে এটায় বাস্তব।।।

  7. অর দোষ নাই অরে চাহিদা বাড়াইছে মুরাদে

  8. কোথায় গিয়েছে কি করেছে সেটা আল্লাহ ভালো জানেন,,, তবে জিনিস যখন পুরনো হয় সেটা মাঝে মাঝে সার্ভিস করতে হয় যাতে একটু চকচকাই,,, কারন সেকালে বলেছিল চকচকালে সোনা হয়না,, এখন চকচকালেই সোনা হয়,,, তার প্রমান মাহিয়ে নিজেই তো,,, টাকলা মুরাদে যাহা কিছু বলেছিল ফোনে সেই রেকর্ড গুলোতো আছে তাই না,,, এর কোন প্রতিবাদ কি মাহিয়া করেছে,, করেনাই,, তার মানে টাকলা যে বলেছিল সামনে,, পিছনে,, মুখে দিবে সেটাই সঠিক,, এদের কাজ হইল টাকা কামানো,, এদের যারা জামাই বলে নিজেদের পরিচয় দেয়,, তারাও দালাল এদের দিয়ে টাকা কামায়,,,,

  9. এস এম হক

    টাকলা জানে

  10. আল্লার ওলি😆😆😆😆

  11. এখানে আকাশ নীল

    কিতা অইছে কিতা করছে কইনছে দেহি

  12. Haha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *