জামিন পেলেন মাহি

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

কারাগারে পাঠানোর সাড়ে তিন ঘণ্টা পর মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন জামিনের আদেশ দেন।

প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত সরকার। তিনি বলেন, তার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এদিন দুপুর ১২টার দিকে জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করেন।

Check Also

নিজের অন্তিম ইচ্ছার কথা জানালেন মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি অভিনয়ের ৩০ বছর পূর্ণ করেছেন। বয়সের ঘরের সংখ্যাটাও অর্ধশতক …

16 comments

  1. কি দরকার এই নাটোকের আলেম তো আরো কিছু বাকি আছে, গ্রেফতার করলেই তো হয়, আলেমদের তো জামিন দেওয়া লাগেনা।

  2. জামিন শুধু আলেম পায় না তীব্র নিন্দা জানাচ্ছি।

  3. Md Ohidul Islam Riku

    ওদেরতো মেসিন আছে তাই জামিন হয়

  4. Adv Shaherul Hoq Talukder

    কেন পাইলো?

  5. Taslima Binte Kalam

    বাহ অসাধারণ নাটক।পৃথিবীর শ্রেষ্ঠ অভিনয়।

  6. নাটকের শেষ নাই

  7. বাবুর আম্মু

    আরে উনি কি করছে
    কেউ কি আমারে একটু বলবে

  8. মাহি অনেক সুন্দরী তার জামিন পাওয়ার অধিকার আছে।

  9. হয়তো ডাক্তার মুরাদের মত উপর লেভেলের কারো অফার ছিল সে অফারে রাজি না হওয়ার কারণে তাকে গ্রেপ্তার হতে হয়েছে যখন সেই অফারে রাজি হয়েছে সে জামিন পেয়ে গেছে এটা বাংলাদেশের সাধারণ ব্যাপার

  10. বাংলাদেশ এর 50% লোক এখনো জানেই না মাহি গ্ৰেফতার হয়েছে

  11. মাহি কালকে দরা খাইছে আছকে জামিন পাইছে বালো বালো আলেমদেরকে জামিন দেয়না এইটাকি চোদাইন্না দিনের হিসাব তাহলে বোজলাম এই স্বৈরাচার সরকার চায় জারা নটি বাজি সিনেমা গান বাজনা নাচা নাচি ভর ভর বোতল খোর গাজা খোর বাবা খোর এরা জেলের বাহিরে থাকলে ইন্ডিয়ার মাল বাংলাদেশে আসবে আলেমরা এই সবের বিরুদ্ধে বলার কারনে আজ জেল খানায় তবে তুই হাসিনা এইবার রেহাই পাবিনা ইনশাআল্লাহ

  12. না ট ক

  13. এতো নাটক এই দেশেই সম্ভব

  14. Or oporad ke pet badano ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *