মাননীয় মন্ত্রী মুরাদের বিরুদ্ধে মাসুদা ভাট্টিদের মানববন্ধন কবে? ফেসবুকে এই প্রশ্ন ছুড়ে দিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়য়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। ‘আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই টকশোতে এই মন্তব্যের জের ধরে মাসুদা ভাট্টিকে ফোন করে ক্ষমা চাইতে বাধ্য হন ব্যারিস্টার মইনুল হোসেন।এছাড়াও মিডিয়ায় ব্যাপক সরগরমের প্রেক্ষিতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা করেন মাসুদ ভাট্টি এবং এক পর্যায়ে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
উল্ল্যখ্য প্রতিমন্ত্রয় মুরাদ নায়িকা মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে তুলে আনবেন এমন একটি কল রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে স্যোসাল মিডিয়ায়।এর আগে তারেক কন্যা জাইমা রহমান সম্পর্কে অশ্লীল মন্তব্য করে আলোচনায় আসেন প্রতিমন্ত্রী মুরাদ।কিন্তু এখন পর্যন্ত মাসুদা ভাট্টি এবং তার সমমনারা এই ব্যাপারে নিশ্চুপ রয়েছেন এবং দেশের মিডিয়া এই ব্যাপারে নিরবতা পালন করে যাচ্ছে।
আরো পড়ুন, জাইমা রহমান সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্য শুনে আমি স্তম্ভিত: আসিফ নজরুল
আরো পড়ুন, তিন নম্বর বউ হবা নাকি চার নম্বর? দুইদিক দিয়া রেপ করুম, :নায়িকা মাহিকে মুরাদ
দেখুন ভিডিওতে,
এক পর্যায়ে প্রতি মন্ত্রী মুরাদ বলেন তিন নম্বর বউ হবা নাকি চার নম্বর? দুইদিক দিয়া রেপ করুম।এই মুহুর্তে আস, না আসলে র্যাব পুলিশ ডিজিএফআই দিয়ে তুলে আনবো
Leave a Reply