‘বধু মিছে রাগ করো না’ গাইলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, দেখুন ভিডিওতে,
আরো পড়ুন, আমার দু’টি ফেসবুক আইডি আছে, ফলোয়ার ৫০ লাখ: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘আমার দু’টি ফেসবুক আইডি আছে। একটি আমি নিজেই চালাই, অন্যটি আমার অনলাইন মিডিয়া সেল চালায়। সব মিলিয়ে আমার ৫০ লাখের মতো ফলোয়ার আছে।’
সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ সবকথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারের মাধ্যমে জনগণের কাছে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে রোববার থেকে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ শুরু করেছে আওয়ামী লীগ।
হাসান মাহমুদ বলেন, ‘আমার টুইটার অ্যাকাউন্ট আছে। তবে সেটা আমি খুব একটা ব্যবহার করি না। কারণ বাংলাদেশে কম লোকই টুইটার ব্যবহার করেন।’
ফেসবুকের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ধরেন, আমি ঢাকা অথবা চট্টগ্রামে কোনো আলোচনা সভা করলাম। সেটা যদি আপনি ফেসবুকে লাইভ করে সেভ করে রাখেন পরবর্তীতে এটা যেকোনো সময় ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।’
ফেসবুক ব্যবহারের অসুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ব্যবহারে কিছু অসুবিধাও আছে। অনেক সময় দেখা যায় আপনার ছবি ও নাম দিয়ে অন্য একজন ফেসবুক খুলে প্রতারণা করতে পারে।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ফেসবুকের অসুবিধাগুলো দূর করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীকে বলা হয়েছে। তবে এটা চাইলে রাতারাতি দূর করা সম্ভব নয়। আমি বলব, আপনার নামে কেউ যদি কোনো কুৎসা বা ফেক নিউজ করে, তাহলে আগে বিটিআরসিকে জানাবেন। এরপর মামলা করবেন।’
Leave a Reply