স্পেনের ঐতিহাসিক কর্ডোভা মসজিদ খুলে দেওয়ার দাবি জানান শারজাহর আমির

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

স্পেনের বিশ্ববিখ্যাত স্থাপত্য নিদর্শন কর্ডোভা মসজিদকে মুসলিমদের তত্ত্বাবধানে দেওয়ার দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ নগরের আমির সুলতান বিন মুহাম্মাদ কাসিমি।

গতকাল বৃহস্পতিবার ‘শারজাহ নিউজ’-এর প্রকাশিত এক টুইট বার্তায় এ দাবি জানানো হয়। টুইটের বার্তায় আরো বলা হয়েছে, ‘আমরা কর্ডোভা মসজিদকে আবারও মসজিদ হিসেবে ব্যবহারের দাবি জানাচ্ছি। আমাকে বলা হয়, সিটি কাউন্সিল তা খ্রিস্টানদের দিয়েছে। তখন আমি বললাম, মালিকানাহীন বস্তু অনুপযুক্তকে দেওয়া হয়েছে। অথচ এর মালিকানা শুধু মুসলিমদের।’

উল্লেখ্য, স্পেনের সবচেয়ে প্রসিদ্ধ ও বৃহত্তম মসজিদ হলো কর্ডোভা মসজিদ। ৭৮২ খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া শাসনের প্রবর্তক আবদুর রহমান আদ দাখিল কর্ডোভা নগরীতে এটি পুনর্নির্মাণ করেন। ১২৩৬ খ্রিস্টাব্দে খ্রিস্টানরা স্পেন বিজয় করলে তা ক্যাথলিকদের গির্জায় রূপান্তর করা হয়।

Check Also

খামারে বিস্ফোরণে মারা গেছে ১৮ হাজার গরু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি দুধের খামারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৮ হাজার গরু মারা গেছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *