তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ২৪ যুদ্ধবিমান ও ৬ যুদ্ধজাহাজ

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

চীনের ২৪টি যুদ্ধবিমান ও ৬টি যুদ্ধজাহাজ তাইওয়ানকে ঘিরে টহল দিচ্ছে বলে দাবি করছে দেশটির (তাইওয়ান) প্রতিরক্ষা মন্ত্রী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এক টুইটবার্তায় বলেন, তাইওয়ান প্রণালিতে চীনের ২৪টি যুদ্ধবিমানের মধ্যে- ১০টি সুখোই এসইউ-৩০, চারটি শেনইয়াং জে-১৬ এবং দুটি চেংডু জে-১০ বিমান টহল দিচ্ছে।চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান।তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত।উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বিপদেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একিভূত করা হবে। সূত্র : আনাদোলু।

Check Also

খামারে বিস্ফোরণে মারা গেছে ১৮ হাজার গরু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি দুধের খামারে বিস্ফোরণের ঘটনায় প্রায় ১৮ হাজার গরু মারা গেছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *