পাতানো নির্বাচন আর হতে দেওয়া হবে না

IPL ের সকল খেলা  লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বিএনপির নেতা-কর্মীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আর নিশ্চুপ থাকার সময় নেই। এখন পাল্টা–আক্রমণের সময় এসেছে। জনগণ এখন প্রতিটি অন্যায়, অবিচার প্রত্যাঘাত করবে। এবার আর পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দেওয়া, গ্রেপ্তার, জামিন বাতিল করে কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী। বক্তৃতা করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ প্রমুখ। সমাবেশ সঞ্চালন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশে জুলুমের রাজত্ব কায়েম করেছে। দেশে গণতন্ত্রকে তারা সম্পূর্ণ ধ্বংস করেছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন বিএনপির প্রত্যেক নেতা-কর্মী উজ্জীবিত। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

Check Also

আমি কি দুর্নীতি করেছি, আপনারা বলেন: পাপন

‘বিএনপি এখনো শুধু মিথ্যাচার করে চলেছে। আপনাদের বিবেককে প্রশ্ন করেন দেশে কি দুর্নীতি হয়েছে? ভৈরব, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *