বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
তুরস্কের গাজিয়ানটপে সোমবার ভোররাতের দিকে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ হাজারের বেশি মানুষ। খবর মিডল ইস্ট আই’র।
স্মরণকালের মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ তুরস্কের সহায়তায় এগিয়ে আসছে। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশও। কিন্তু এমন ভয়াবহ মানবিক বিপর্যয়ের পর যে দৃশ্য সামনে আসছে তা সবার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে সাহায্যের জন্য ভিডিও বার্তা দিয়েছেন তুরস্কের সুপরিচিত শেফ বুরাক ওজদেমির, যিনি সিজেডএন বুরাক নামেই বেশি পরিচিত।
নিজের ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় কাঁদতে দেখা যায় বুরাককে। তিনি বলেন, দয়া করে, যারা পারেন তারা সবাই সাহায্য করেন। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আছে। তাদের অবস্থা সত্যিই খুব খারাপ।
বুরাক বলেন, অনেক মানুষ আমাদের মেসেজ দিচ্ছে। আমরা শেয়ার করা ছাড়া (কী ঘটছে) আর কিছুই করতে পারছি না। দয়া করে, আপনাদের সামর্থ্যের মধ্যে যা আছে, তা করুন।
আল্লাহ ক্ষতিগ্রস্ত সবাইকে হেফাজত করুন আমিন।
God be with you