Breaking News

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে জায়াপুরা শহরের দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এই তথ্য দিয়েছে।

জায়াপুরা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান আসেপ খালিদ এক বিবৃতিতে জানান, একটি ক্যাফে ভেঙে পড়ে চারজন নিহত হয়েছেন।

এএফপির এক ছবিতে দেখা যায় ওয়াটারফ্রন্ট ক্যাফেটির ছাদ ভেঙে পানিতে ভাসছে। লোকজন এর ওপর দাঁড়িয়ে আছে। এর ভেতরে কিছু লোক আটকা পড়েছেন বলে জানা গেছে

জায়াপুরার বাসিন্দারা বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন লোকজন নিরাপত্তার জন্য বাড়িঘর ও দোকানপাট থেকে বেরিয়ে আসছিলেন।

আবহাওয়া সংস্থা সম্ভাব্য আফটারশকের সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের সময় একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার চেষ্টায় ছিলেন ৩০ বছর বয়সী বাসিন্দা পুত্রি কুরিতা। ভবনটি ভেঙে পড়ার শঙ্কায় ছিলেন তিনি। এই বাসিন্দা বলেন, আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ সব কিছুতে ঝাঁকুনি শুরু হয়। ধীরে ধীরে তা আরও শক্তিশালী হতে থাকে।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা নির্ণয় করেছে ৫ দশমিক ৫।

ইন্দোনেশিয়ায় ঘনঘন ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে। দেশটির অবস্থান প্যাসিফিক রিং অব ফায়ারের ওপর, যেখানে টেকটোনিক প্লেট পরস্পর মিলিত হয়েছে।

জানুয়ারি থেকে এই পর্যন্ত এই অঞ্চলে হাজারের বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবারের ভূমিকম্প এসবের একটি।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূ-পদার্থবিদ্যা সংস্থার প্রধান জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে জায়াপুরায় এক হাজার ৭৯টি ভূমিকম্প হয়েছে। বাসিন্দারা ১৩২টি টের পেয়েছেন।

Check Also

আমার ক্ষতি না করলে তোমারও ক্ষতি করব না: ব্যবহারকারীকে বিং চ্যাটবট

মাইক্রোসফটের নতুন বিং সার্চ ইঞ্জিন চ্যাটবটের সঙ্গে কথোপকথনের ‘ভয়ঙ্কর’ এক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *