Breaking News

মসজিদে নববিতে ঢুকে পড়লেন ২ অমুসলিম নারী, অতঃপর…

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও মসজিদে নববিতে দুই অমুসলিম নারী প্রবেশ করেছেন। এ ঘটনার পর বেশ সমালোচনার সৃষ্টি হয়।
মঙ্গলবার ওই দুই অমুসলিম নারী মসজিদে নববিতে প্রবেশ করেন। মসজিদে নববির নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাফেয়ার্স এজেন্সি এ তথ্য জানায়। খবর সৌদি গেজেটের।

সংস্থাটি জানিয়েছে, ওই দুই অমুসলিম নারী ভুল করে মসজিদে নববিতে প্রবেশ করেন। ওই স্থানে প্রবেশের জন্য যে ধরনের পোশাক পরিধান করার বিধান রয়েছে, সে ধরনের পোশাক ওই দুই নারীর মধ্যে অনুপস্থিত ছিল।

পরে ওই দুই নারীকে আটক করে মসজিদে নববির পবিত্রতা সম্পর্কে জানানো হয়। এর পরই তারা তাদের ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান।

ওই দুই নারী বলেন, মসজিদে নববিতে প্রবেশ করার জন্য যে নিয়ম রয়েছে, সেটি আমাদের জানা ছিল না। এ ছাড়া নির্ধারিত পোশাক পরতে হবে, এটিও আমাদের জানার বাইরে ছিল।

নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, পরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে তারা নজর রাখবে। এ জন্য তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবে।

Check Also

আমার ক্ষতি না করলে তোমারও ক্ষতি করব না: ব্যবহারকারীকে বিং চ্যাটবট

মাইক্রোসফটের নতুন বিং সার্চ ইঞ্জিন চ্যাটবটের সঙ্গে কথোপকথনের ‘ভয়ঙ্কর’ এক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *