বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়ের লোপেজ ওব্রাডোর টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, রাতের আঁধারে গাছের মগডালে ওপর দিয়ে উঁকি দিচ্ছে এক নারীর অবয়ব। চেহারা-শরীর কিছুই স্পষ্ট নয়। চোখ দুটি যেন জ্বলছে।
আর মাথাভর্তি সাদা চুল। দাবি করা হচ্ছে, ছবিতে দেখা যাওয়া নারীর অবয়বটি আসলে একটি ‘পরি’। রোববার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সেটি দেখা হয়েছে ৯০ লাখবারের বেশি।
ছবিটি প্রাচীন মায়া সভ্যতার একটি মূর্তির। পোস্টে প্রেসিডেন্ট লিখেছেন, ‘মায়া রেললাইনের নির্মাণস্থল থেকে তোলা দুটি ছবি আমি শেয়ার করছি।