নতুন বউকে যানজটে রেখে পালালেন বর

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

বিয়ের পর নতুন বউকে গির্জাতে গিয়েছিলেন দম্পতি। কিন্তু পানি খাওয়ার নাম করে একটি গাড়ি থেকে নেমে পড়ে যুবক। এরপর একটি দোকানের সামনে যেতেই হঠাৎ করে ছুটতে শুরু করেন। স্বামী পালিয়ে যাচ্ছে দেখে গাড়ি নিয়েই তার পিছু তাড়া করেন স্ত্রী। কিন্তু কিছুক্ষণ পরে জ্যামে পড়ে থেমে যায় গাড়ি। এতে করে আর সামনে এগুতে পারছিলেন না স্ত্রী। সেই সুযোগেই যানজটের সুযোগ নিয়ে পালিয়ে যান স্বামী। ওই তরুণীর ধারণা, তার স্বামী পালিয়ে গিয়েছে সাবেক প্রেমিকার কাছে।

গত মাসের বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর মহাদেবাপুরায়। এরপর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও যুবকের কোনও হদিস না পাওয়ায় গত রোববার (৫ মার্চ) মামলা করতে বাধ্য হয় কনের পরিবার।

এতে তিনি দাবি করেন যে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল সে তাদের অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার হুমকি দেয়। এতে ভয় পেয়ে বর পালিয়ে যায়।

২২ বছর বয়সী নববধূর মতে, তার স্বামী জর্জ চিক্কাবাল্লাপুর জেলার চিন্তামণির বাসিন্দা। কর্ণাটক এবং গোয়াতে একটি কোম্পানি চালাতে তার বাবাকে সহায়তা করেছিলেন। তিনি যখন গোয়ায় কোম্পানির কার্যক্রম চালাচ্ছিলেন তখন তার সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা গেছে। জর্জ তার স্ত্রীকে বলেছিল যে সে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক শেষ করবে।

জর্জের স্ত্রী বলেন, বিয়ের আগেও আমাকে এই সম্পর্কের কথা জানানো হয়েছিল, কিন্তু আমি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম কারণ তিনি তাকে ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তার স্ত্রী আরও বলেন, যে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল সে তাকে ব্ল্যাকমেইল করার পর জর্জ ভয় পেয়ে গিয়েছিল। তখন সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আত্মহ'ত্যার প্রবণতাও দেখাচ্ছিল। আশা করি তিনি নিরাপদে আছেন এবং শিগগিরই ফিরে আসবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check Also

ট্রাম্প গ্রেফতার, পুতিন জেলে!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কারাগারের ধূসর আলোয় আলোকিত …

One comment

  1. শাহেদ আহমেদ

    Hussain Ahmed দেখিছ ইতা কাজ করিছ না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *