চাকরি করতে চাওয়ায় ইট দিয়ে পুত্রবধূর মাথা ফাটালেন শ্বশুর

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে  rtnbd.net/live

চাকরি করতে চাওয়ায় দিল্লিতে প্রকাশ্য রাস্তায় শ্বশুরের ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন কাজল (২৬) নামের এক পুত্রবধূ। মঙ্গলবার (১৪ মার্চ) শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রেমনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পুত্রবধূ বাইরে চাকরি করে উপার্জন করতে চাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটিয়ে আহত করেন শ্বশুর। কাজলের স্বামীর নাম প্রবীণ কুমার। কাজল বাইরে কোনো একটা চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার শ্বশুর। মঙ্গলবার কাজল চাকরির সাক্ষাৎকার দিতে যাচ্ছিলেন।

ভিডিও চিত্রে দেখা যায়, চাকরির সাক্ষাৎকার দেয়ার জন্য প্রেমনগরের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাজল। এটা দেখে কাজলের শ্বশুর একটি ইট নিয়ে তার মুখোমুখি চলে আসেন। একপর্যায়ে ইট দিয়ে তিনি কাজলের মাথায় বারবার আঘাত করতে থাকেন। কাজল পালানোর চেষ্টা করলে শ্বশুর ইট নিয়ে তাকে তাড়া করেন।

এ ঘটনার পর কাজলকে তার স্বামী প্রবীণ দ্রুত উদ্ধার করে সঞ্জয় গান্ধি হাসপাতালে নিয়ে যান। তার মাথায় ১৭টি সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় ফরিদাবাদে থাকা কাজলের মা–বাবার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র – ইন্ডিয়া এক্সপ্রেস, এনডি টিভি

Check Also

ট্রাম্প গ্রেফতার, পুতিন জেলে!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাঙ্গা পুলিশ টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। অন্যদিকে কারাগারের ধূসর আলোয় আলোকিত …

3 comments

  1. পৃথিবীতে এখন ও কিছু পাগল মানুষ রয়ে গেছে, একজন মহিলা চাকুরী করতেই পারে, বা বলতেই পারে যে চাকুরি করবো ” কিন্তু তার মাথা পাঠাইতে হবে এইটা সঠিক না। আর শশুর পুত্র বধুর মালিক নয়। বৌর মালিক তার জামাইর।

  2. ঠিক কাজ করেছে

  3. ঠিক কাজ করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *