বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড লাইভ দেখু'ন এই লিংকে rtnbd.net/live
মাথার দুই পাশ দিয়ে বেরিয়ে এসেছিল ‘শিং’। আর এই ‘শিং’-এর জন্যই সারা বিশ্বে পরিচিতি ছিল তার। বিশ্বের প্রবীণতম সেই ব্যক্তি আলি অ্যান্টারের মৃত্যু হয়েছে। ১৪০ বছর বয়সে মৃত্যু হলো তার।
বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’ কাটতে গিয়েই নাকি মৃত্যু হয়েছে আলির। গোটা বিশ্বে তিনি ‘ইয়েমেন গোট ম্যান’ নামে পরিচিত ছিলেন। ইয়েমেনের সংবাদপত্র অদন অল-ঘাদের প্রতিবেদনে বলা হয়েছে, আলির যখন ১০০ বছর বয়স, সেই সময় তার মাথার দুই পাশে ‘শিং’ গজাতে শুরু করেছিল। সেই ‘শিং’ ক্রমে বাড়তে বাড়তে তার গালের ওপর এসে পড়েছিল। ‘শিং’ দুটি বক্রাকৃতি ধারণ করেছিল। আর এই ‘শিং’-এর জন্যই তাকে নানা শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছিল।
আলির মাথার বাঁ পাশের ‘শিং’ বড় ছিল। ডান পাশেরটা ছোট ছিল। মাথার দুই পাশে গজানো এই ‘শিং’-এর কারণেই গোটা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন আলি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’য়ের কারণে তাঁর সমস্যা ক্রমাগত বাড়তে থাকায় তা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় আলির পরিবার। সেই অস্ত্রোপচারের পরই তাঁ মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও আলির পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বয়সজনিত কারণে আলি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর সেই ধকল সহ্য করতে পারেননি। ফলে মৃত্যু হয় তার।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
আজব
Allahu Akbar Amin
সবেই আল্লাহর মেহেরবাণী,
এবয়সে এসে শিং কাটার প্রয়োজন টা কি ছিল
Allahu Akbar
Amin
আযব
মন যা চাইল আর তা লিখে নিলেন এটা কি কোন কথা হল, মৃত্যুর নির্ধারিত সময়ে হয়, যা ভাগ্যে লিপিবদ্ধ থাকে পৃথিবীতে আসার বেলা, শিং কাটা হল মাত্র একটি উছিলা,
I think he died because of his critical head operation due to old age complications.
যারা কাটছে তাদের বিরুদ্ধে হ'ত্যা মামলা করতে হবে।
Died at the time of death so pray for his Jannat.
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন